আমাদের সম্পর্কে জানুন

     

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় দক্ষিন পাথালিয়া গ্রামে নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে বেশী সংখ্যক ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ ও ৪৫১ ফুট মিনার!  বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যেগে নির্মাণাধীন অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই ২০১ গম্বুজ মসজিদে থাকবে সুনিপুণ ইসলামিক কারুকার্য, ভিতর বাইরে মিলিয়ে ১৫ হাজার মুসুল্লি একসাথে নামায আদায় করার সুবিধা,  মসজিদের পশ্চিমের দেয়ালে অংকিত থাকবে সম্পূর্ণ পবিত্র কোরআন শরীফ! দাড়িয়ে বা বসেই সম্পূর্ণ কোরআন শরীফ তেলওয়াত করা যাবে এজন্য আলাদা কোরআন শরীফ নিয়ে মসজিদে প্রবেশ করার দরকার হবেনা ।  ২০১ গম্বুজ মসজিদের প্রধান দরজায় থাকবে মহান আল্লাহর ৯৯টি যা নির্মাণে ৫০ মন পিতলের ব্যবহার করা হবে।  আযান প্রচারের জন্য মসজিদের পাশেই নির্মাণাধীন ইটের তৈরি বাংলাদেশের সবচাইতে উচু ৪৫১ ফুট (৫৭ তলা) উচ্চতার মিনার, মিনারটি নামকরন করা হবে বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মিনার,এ ছাড়াও আরো আলাদা ৮টি মিনার থাকবে মসজিদটির উপরে, মসজিদের পাশেই নির্মাণ করা হয়েছে আলাদা ভবন, এখানে থাকবে দুঃস্থ মহিলাদের বিনামুল্যে মাতৃ সদন হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য তথ্য প্রযুক্তি এবং কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে, বিদেশী মেহমানদের জন্য থাকার জন্য ডাকবাংলো ও তাদের জন্য বিনামুল্যে খাবার দাবার পরিবেশন করা