ছবি ও সংবাদঃ মোঃ রুবেল আহমেদঃ ৩৬তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস)গণ এএসপি খালিদ মাহমুদের নেতৃত্বে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দঃ পাথালিয়া গ্রামের ২০১ গম্বুজ মসজিদে শিক্ষা সফর করেন। ডিআইজি ঢাকা রেঞ্জের উদ্যাগে এই "রেঞ্জ স্টাডি ট্যুর ফর এএসপি" আয়োজন করা হয়, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস)গণ শনিবার বেলা ১২টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত ২০১ গম্বুজ মসজিদে অবস্থান করেন , এসময় সফররত এএসপিগণকে ২০১ গম্বুজ মসজিদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন গোপালপুর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস ইসলাম তালুকদার (ঠান্ডু) অতিরিক্ত পুলিশ সুপার(গোপালপুর সার্কেল) জনাব মোঃ আমির খসরু, গোপালপুর থানার ওসি মোঃ মুস্তাফিজ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ । । এসময় বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের পক্ষ থেকে আগত অথিতিদের ক্রেস্ট প্রদান করেন গোপালপুর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস ইসলাম তালুকদার (ঠান্ডু) । দুপুর ১.৩০মিনিটে নবাগত এএসপিগনের বহনকারী গাড়ীটি ধনবাড়ির উদ্যেশে যাত্রা শুরু করে ।